রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তথ্য বিবরণী
রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী-২০১৯ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি, খুলনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মাসাসের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু এবং খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত জানান খুলনা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।
অতিথিরা বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তারা দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দিবে। শিশুদেরকে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল বহু প্রতিভার অধিকারী ছিলেন। তাদেরকে নিয়ে আমাদের চর্চা করতে হবে। পরে অতিথিরা বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।