January 21, 2025
জাতীয়বিশেষ সংখ্যা

রণাঙ্গনের দিনগুলি

 

দ. প্রতিবেদক

২২ মার্চ ১৯৭১। আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তান পিপল্স পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া প্রায় সোয়া এক ঘণ্টার বৈঠকে মিলিত হয়েছেন। এই আলাপ-আলোচনার পর শেখ মুজিব তার বাসভবনে ফিরে এসে সাংবাদিকদের বলেন যে, তার সঙ্গে প্রেসিডেন্টের যে আলাপ-আলোচনা হয়েছে তা তিনি (প্রেসিডেন্ট) ভুট্টোকে জানিয়েছেন এবং ভুট্টোর সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। শেখ মুজিব আলোচনার ওপর এর বেশি কিছু বলতে অস্বীকার করেন।

ঢাকায় প্রেসিডেন্ট ভবনে মুজিব-ভুট্টো-ইয়াহিয়া বৈঠক চলাকালে প্রেসিডেন্টের জনসংযোগ অফিসার বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে ঘোষণা করেন যে, প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান আগামী ২৫ মার্চ আহুত জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্যে স্থগিত ঘোষণা করেছেন। ঘোষণায় বলা হয়েছে যে, দেশের উভয় অংশের নেতাদের সঙ্গে পরামর্শ করে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমঝোতার ক্ষেত্র স¤প্রসারণের সুবিধার জন্যে প্রেসিডেন্ট আগামী ২৫ মার্চ আহুত জাতীয় পরিষদের বৈঠক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রেসিডেন্ট অল্পদিনের মধ্যে জাতির উদ্দেশে ভাষণদান করবেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *