রণাঙ্গনের দিনগুলি
দ. প্রতিবেদক
২১ মার্চ ১৯৭১। সেনাবাহিনীর কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টো বিকেলে ঢাকায় পৌঁছেছেন। করাচি থেকে আগত বিমানটি ঢাকা বিমানবন্দরের অবতরণের প্রায় এক ঘণ্টা পর কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থার মধ্যে ভুট্টো ও তার দলের ১৫ জন সদস্য বিমানবন্দর থেকে হোটেল ইন্টারকন্টিন্যান্টালে আসেন। ভুট্টো একটি কালো রঙের মার্সিডিজ গাড়িতে করে রওনা হন। গাড়ির পেছনের আসনে তার দুপাশে সাদা পোশাক পরিহিত দুই ব্যক্তি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে এবং আগ্নেয়াস্ত্রের মুখ দু’পাশের জানালা দিয়ে বাইরে তাক করে বসে ছিলেন। ভুট্টো বিমানবন্দরে অথবা হোটেলে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপ করার কোনো চেষ্টা করেননি।
সাংবাদিকরাও নিরাপত্তা বাহিনীর বেষ্টনী ভেদ করে তাঁর কাছে পৌঁছাতে পারেননি। রাস্তার পাশের জনসাধারণ ভুট্টোর প্রতি বিদ্রæপ ধ্বনি করেছেন। হোটেলের প্রাচীরের বাইরে থেকে একদল ছাত্র-জনতা দীর্ঘ সময় ধরে ভুট্টোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ইংরেজিতে লিখিত কয়েকটি ফেস্টুন প্রদর্শন করেন এবং ভুট্টোবিরোধী ¯ে¬াগান দিতে থাকেন।