November 24, 2024
জাতীয়বিশেষ সংখ্যা

রণাঙ্গনের দিনগুলি

 

দ. প্রতিবেদক

১৮ মার্চ, ১৯৭১। চারিদিকে বীর বাঙালীর গগনবিদারী রণধ্বনি। শুধু চূড়ান্ত ডাকের অপেক্ষায়। ডাক পেলেই হানাদারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে যেন ফুঁসছে মুক্তিপাগল জনতা। একাত্তরের এদিন পাক হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বীর বাঙালী। হানাদারদের বিরুদ্ধে প্রথম গর্জে ওঠে বাঙালীর অস্ত্র। এদিন পাক প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বৈঠক যে নিষ্ফল তা বঙ্গবন্ধুর অবয়বে ধরা পড়ে। বাইরে তখন আগ্রহাকুল জনতার ভিড়। উৎসুক চোখে তারা তাকিয়ে আছে প্রিয় নেতার মুখের দিকে।

বৈঠককে ঘিরে ভিড়ের মধ্যে দেশী-বিদেশী সাংবাদিকরাও রয়েছেন। আশা, বৈঠকের অগ্রগতি সম্পর্কে যদি কিছু জানা যায়। পুরো বিশ্বের সংবাদমাধ্যম তখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছোট্ট এ ভূখÐের চলমান ঘটনাবলীর দিকে। তৃতীয় দিনের মতো পাক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে বঙ্গবন্ধু বেরিয়ে আসামাত্রই চারিদিক থেকে ঘিরে ধরেন সাংবাদিকরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *