রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বার্সা কোচ
লেভান্তের বিপক্ষে দলের রক্ষণভাগের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। আক্রমণভাগের আরও বেশি সুযোগ কাজে লাগানো উচিত ছিল বলেও মনে করেন তিনি।
কাম্প নউয়ে রোববার লা লিগায় ২-১ গোলে জিতে স্বাগতিক বার্সেলোনা। প্রথমার্ধে লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে দুটি গোলই করেন আনসু ফাতি। বিরতির পর ব্যবধান কমায় লেভান্তে।
দলের প্রথমার্ধের পাফরম্যান্সে সন্তুষ্ট হলেও দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স প্রত্যাশিত নয় বলে মনে করেন সেতিয়েন।
“আমি অনেক কিছু নিয়েই খুশি, কিন্তু সবকিছু নিয়ে নই। আমরা প্রতিপক্ষকে অনেক বেশি সুযোগ দিলাম। প্রথমার্ধটা আমাদের দারুণ কাটল। আমি মনে করি, আমরা আরও বেশি গোল করতে পারতাম।”
“দ্বিতীয়ার্ধে আমরা কিছুটা নিয়ন্ত্রণ হারালাম। আর রক্ষণে অনেক বেশি শট হজম করলাম।… অনেক বেশি শট হজম করাটা আমাকে চিন্তায় ফেলেছে কারণ এর জন্য দল একাধিক গোল খাওয়ার ঝুঁকিতে পড়েছে।”
“আমরা অনেক সুযোগ পেলাম। আর আমাদের সেগুলো কাজে লাগাতে হতো। সেটা গুরুত্বপূর্ণ। ম্যাচের ফলাফল ৮-২ বা ৮-৩ হতে পারত।”
এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ২২ ম্যাচে ১৪ জয় ও সাত ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারীরা।