রংপুরে বাসের ধাক্কায় ৩ বাইক আরোহী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে। জেলা হাইওয়ে পুলিশের এসআই মোয়াজ্জেম জানান, উপজেলার বিশমাইল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ধাম বলতে পারেনি।
এসআই মোয়াজ্জেম বলেন, হানিফ এন্টারপ্রাইজের একটি বাস রংপুর থেকে ঢাকা যাচ্ছিল। একই সময় তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বিশমাইল এলাকায় আঞ্চলিক রাস্তা থেকে মহাসড়কে ওঠার চেষ্টা করলে বাসটি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হন।
ঘটনার পর এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।