রংপুরে ‘ডিবি পরিচয়ে’ ছিনতাই, গাড়ি চাপা দিয়ে হত্যা
রংপুরের মিঠাপুকুরে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের পর এক গরু ব্যবসায়ীকে মাইক্রোবাস চাপায় হত্যা করা হয়েছে।
বুধবার রাত সোয়া ১১টার দিকে মিঠাপুকুরের জয়আনোয়ার এলাকায় ওই ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন জানান।
নিহত বাদশা মিয়ার (৪৫) বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জে। লালমনিরহাট থেকে গরু নিয়ে রাতে ভটভটিতে করে নবাবগঞ্জে ফিরছিলেন তিনি। সে সময় তার সঙ্গে আরও দুজন ছিল।
তাদের বরাত দিয়ে ওসি বলেন, জয়আনোয়ার এলাকায় একটি সাদা মাইক্রবাসে আসা কয়েকজন লোক ভটভটি থামায় একং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গরু বহনকারী গাড়িতে তল্লাশি করে।
“বাদশা মিয়ার কাছে থাকা সাড়ে তিন লাখ টাকা তারা ছিনিয়ে নেয়। তারা চলে যাওয়ার সময় মাইক্রোবাসের সামনে এসে দাঁড়ান বাদশা। তাকে চাপা দিয়েই দুর্বৃত্তরা পালিয়ে যায়।”
পরে বাদশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি।