January 22, 2025
জাতীয়

রংপুরে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধে ধর্ষণের আসামি নিহত

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রংপুরে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে ধর্ষণসহ ১৪ মামলার এক আসামি নিহত হয়েছেন। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইছলী এলাকায় সোমবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম সুমন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের মহেশার আলীর ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপারে সাইফুরের  ভাষ্য, সুমন একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১৪টি মামলা রয়েছে। অভিযানের বর্ণনায় এ পুলিশ কর্মকর্তা বলেন, শহিদুলকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেপ্তারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শহিদুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির মধ্যে শহিদুল নিহত হয়।

তিনি বলেন, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ২২টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *