December 21, 2024
জাতীয়

রংপুরে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা স্বামীর

দক্ষিণাঞ্চল ডেস্ক

রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বাজারে ব্র্যাক অফিসে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই ইউনিয়নের সুবিদ গ্রামের তোজাম্মেল হকের মেয়ে তাসলিমা আক্তার লুনি (২৫) ও তার স্বামী আব্দুল­াহ আল মাসুদ স্বপন। স্বপন গাইবান্ধা সদর উপজেলার বল­মঝাড় ইউনিয়নের রঘুনাথ গ্রামের শামছুল আলমের ছেলে। তাসলিমা ব্র্যাকের ওই অফিসে চাকরি করতেন। আর স্বপন সৌদি আরব থাকতেন। মাস চারেক আগে তিনি দেশে আসেন।

এলাকাবাসী জানান, সকালে অন্য সহকর্মীরা কাজে বেরিয়ে গেলে তাসলিমা অফিসে একা ছিলেন। ১১টার দিকে একজন সহকর্মী এসে তাসলিমাকে কুপিয়ে আহত অবস্থায় আর স্বপনকে ঝুলন্ত দেখতে পেয়ে চিৎকার করেন। আশপাশের লোকজন এসে তাসলিমাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি রেজাউল বলেন, দাম্পত্য কলহের জেরে স্বপন তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

স্বপন দেশে ফেরার পর থেকে তাদের দাম্পত্য কলহ শুরু হয় বলে এলাকাবাসী জানিয়েছে। স্বপন বিদেশে থাকার সময় তার আয়ের সব টাকা তিনি স্ত্রী তসলিমার অ্যাকাউন্টে পাঠাতেন বলেও এলাকাবাসীর দাবি।

ওসি রেজাউল বলেন, পুলিশ ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *