রংপুরেই হচ্ছে এরশাদের দাফন
জানাজায় উত্তেজনা আর শেষ সময়ের নটকীয়তা শেষে বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরেই দাফন করার সিদ্ধান্ত জানিয়েছে তার দল জাতীয় পার্টি।
মঙ্গলবার দুপুরে রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠে জানাজা শেষে এরশাদের কফিন আর ঢাকায় ফিরিয়ে না এনে নিয়ে যাওয়া হচ্ছে এরশাদের বাড়ি পল্লীনিবাসে। সেখানে লিচুবাগানে বাবার কবরের পাশেই শায়িত হবেন সাবেক সামরিক শাসক এরশাদ।
জাতীয় পার্টির প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা হয়, “রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। পাশে নিজের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন তিনি।”