November 27, 2024
আন্তর্জাতিক

যৌথ সামরিক মহড়া পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে: উ. কোরিয়া

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। তাছাড়া দেশ দুইটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে কিম জং উনের প্রশাসন। খবর আল-জাজিরার।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অব্যাহত সামরিক মহড়া কোরিয়ান উপদ্বীপকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উত্তর কোরিয়ার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে খারাপ করে তুলছে। এতে সেখানে মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে।

এতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে কোরিয়ান উপদ্বীপে পারমাণবিক যুদ্ধের যে মেঘ দেখা যাচ্ছে তা দ্রুত সরিয়ে ফেলা হবে।

মার্চ থেকে বেশ কয়েকবার যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। নৌ ও আকাশপথে চালানো এ সব মহড়ায় অংশ নেয় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এমন জাহাজ ও যুদ্ধবিমান। এমন পরিস্থিতিতে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা বাড়ছে।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

শেয়ার করুন: