যোগীপোল থানা বিএনপি নেতা নাসির উদ্দীনের দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপি নেতা খন্দকার নাসির উদ্দীনের জানাযা গতকাল শনিবার জোহরবাদ জাব্দিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, সিনিয়র যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা হোসেন আলী হাওলাদার, বিএনপি নেতা ইমদাদুল হক, মিজানুর রহমান, মোল্যা সোহাগ, মোঃ আজম, মোল্যা সোলায়মান, শাহ আলম শিকদার, মোঃ হাদিউজ্জামান, শফিকুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব শেখ আল আমিন, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা বিল্লাল, আলামিন হাওলাদারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।