যোগিপোল ৬নং ওয়ার্ড বিএনপি নেতা নাসির উদ্দিনের ইন্তেকাল
খানজাহান আলী থানা প্রতিনিধি
যোগিপোল ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি খন্দকার নাসির উদ্দিন(৫৫) গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় অসুস্থ জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি .. রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। আজ শনিবার যোহরবাদ যাব্দিপুর ঈদগাহে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হবে।
এদিকে বিএনপি নেতা নাসির উদ্দিনের মৃত্যুর খবর শুনে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমে বাড়ীতে আসেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মেম্বর গোলাম কিবরিয়া, আতাউর রহমান মোড়ল, ওয়ার্ডের মেম্বর রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা মিজানুর রহমান, ছাত্রদল নেতা আলামিন হাওলাদারসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।