যোগিপোল দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার সুধী সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা
খানজাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন যোগিপোল ইউনিয়ের ৮নং ওয়ার্ডের নবর্নিমিত যোগিপোল দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক সুধী সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল সোমবার জাহানাবাদ সেনানিবাস বনবিলাস পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান।
মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি শেখ আজগর আলীর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা এয়ার আলী মোল্যা, ইসলামীক ফাউন্ডেশন ফুলতলা উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ মহসিন আলী, ৩৩নং ওয়ার্ড আ’লীগ নেতা আল আমিন ফকির, ম্যানিজিং কমিটির সদস্য জাকির হোসেন, আবু তাহের, মেম্বর আমিরুল ইসলাম। সাবেক মেম্বর মোঃ হাফিজুল ইসলামের সার্বিক তত্ত¡াবধনে অনুষ্ঠানে বক্তৃতা করেন, মাদ্রাসার শিক্ষক মোঃ বেলাল হোসাইন, মোঃ মেহেদী হাসান ও মোছাঃ সুরাইয়া খাতুন। অনুষ্ঠানে মাদ্রাসার প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত সকল শ্রেনীর শিক্ষার্থী, অভিভাবকসহ সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।