যোগিপোল ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে চত্বরে ভিজিডি’র চাল বিতরণ করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৪৫০ জন ভিজিডি কার্ডধারী প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। উপজেলার পল্লিউন্নয়ন কর্মকর্তা, ট্যাগ অফিসারের উপস্থিতিতে ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান ভিজিডি চাল বিতরণ করেন।
এ সময় ওয়ার্ডের মেম্বর প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোঃ আরিফ হোসেন, ফিরোজা বেগম, মেম্বর মাহফুজা বেগম, হাফিজা বেগম, কাজী শহীদুল ইসলাম পিটো, জি, এম এনামুল কবীর, মোঃ গোলাম কিবরিয়া শেখ, মোঃ রফিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, শাহ মোঃ আমিরুল ইসলাম, মেম্বর নুরুল ইসলাম ফকির ও ইউনিয়নের সচিব শেখ কাওসারী আজাদ উপস্থিত ছিলেন।