যোগিপোল ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্ত বাছাই
খানজাহান আলী থানা প্রতিনিধি
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যোগিপোল ইউনিয়নের বয়স্ক. বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমের উন্মুক্তভাবে ভাতাভোগী বাছাই গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া সমাজসেবা অধিদপ্তর এবং যোগিপোল ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজ আল আসাদ। যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, দিঘলিয়া বন কর্মকর্তা মোঃ রমজান আলী মোল্যা ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তারিকুর রহমান।
ইউনিয়নের সচিব শেখ কাওসারী আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোঃ আরিফ হোসেন, ফিরোজা বেগম, মেম্বর মাহফুজা বেগম, হাফিজা বেগম, কাজী শহীদুল ইসলাম পিটো, জি, এম এনামুল কবীর, মোঃ গোলাম কিবরিয়া শেখ, মোঃ রফিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, শাহ মোঃ আমিরুল ইসলাম ও মেম্বর নুরুল ইসলাম ফকির। উল্লেখ্য, দিঘলিয়া উপজেলার যোগিপোল ইউনিয়ন বাসীদের মধ্যে থেকে বিধাব ভাতা ৬৪জন, বয়স্ক ভাতা ৫৬জন এবং প্রতিবন্ধী ভাতা ৯০জনকে প্রদান করা হবে।