যোগিপোলে বিএনপি নেতা মামুনের পিতা-মাতার মাগফেরাত কামনায় দোয়া
খানজাহান আলী থানা প্রতিনিধি
যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুন শেখের পিতা মরহুম নান্নু শেখ এবং মাতা পাখি বেগমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গতকাল সোমবার যোহরবাদ মহেশ্বরপাশা বনিকপাড়া মটরশ্রমিক ইউনিয়ন নেতা কাজী শহিদুল ইসলামের বাসায় অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্রা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, সাবেক কাউন্সিলর ও ১নং ওয়ার্ড আ’লীগের নবনির্বাচিত সভাপতি শাহদাৎ মিনা, যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাবেক ভিপি মোঃ মহিউদ্দিন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, হেমায়েত ঢালী, খানাবাড়ী ক্লাবের নেতা আবু হেনা বাবলু, তৈয়বুর রহমান লিটন, বিএনপি নেতা রুমি শিকদার, মিজানুর রহমান, ছাত্রদল নেতা আলামিন হাওলাদার, আওয়ামীলীগ নেতা আবু হেনা বাবলু, আল আমিন, মোঃ শফিউদ্দিন, কুয়েট কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলীসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।