January 20, 2025
আন্তর্জাতিক

যেসব দেশে হানা দেয়নি করোনা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বিশ্বের ২৩৫টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে ১৭৩টিতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত ১১ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮২ হাজার ৭৬৯ জন। বাংলাদেশেও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ২৪ জন। তবে কিছু দেশ এখনও করোনার প্রভাবমুক্ত রয়েছে।

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, অন্তত ৪২টি দেশ এখনও করোনাভাইরাসমুক্ত রয়েছে। এরমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারেও কোনও করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। এছাড়া অন্য দেশগুলো বিশ্বে তেমন পরিচিতও নয়। তবে এদের মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত দেশ।

করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো: মিয়ানমার, বুরুন্ডি, বতসোয়ানা, বেলিজ, কেপভার্দে, কোট ডি’আইভায়ার, শাদ, কমোরোস, ডোমিনিকা, ইরিত্রিয়া, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, হোলি সি, কিরিবাতি, লাওস, লেসোথ, লিবিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, মোজাম্বিক, নাউরু, নাইজার, উত্তর কোরিয়া, পালাউ, পাপুয়ানিউগিনি, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন্স, সাও টম অ্যান্ড প্রিন্সিপি, সিয়েরালিওন, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, সিরিয়া, তাজিকিস্তান, পূর্ব তিমুর, টোঙ্গা, তুর্কমিনিয়া, টুভালু, ইয়েমেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *