যুব মহিলা লীগ নেত্রী সাথীর স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশিদ বলেছেন, যুব মহিলালীগ নেত্রী নয়মী বিশ^াস সাথী ছিলো মাঠের একজন নিবেদিত কর্মী। আন্দোলন-সংগ্রামে খুলনার রাজপথে তার সরব উপস্থিতি ছিলো প্রশংসার দাবীদার।
তিনি গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা মহানগর ও জেলা মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগ আয়োজিত নগর যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নয়মী বিশ^াস সাথীর অকাল মৃত্যুতে এক দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সকল কথা বলেন।
দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর মহিলা আ’লীগের সভাপতি কাউন্সিলার লুৎফুন্নাহার লুৎফা। নগর যুব মহিলা লীগের আহবায়ক এ্যাডঃ রাবেয়া ওয়ালী করবীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক সিনি: সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাডঃ সুলতানা রহমান শিল্পী, আঞ্জুমানোয়ারা বেগম, নাজনীন নাহার কনা, পারভীন ইলিয়াস, নূরীনা বিউটি, এ্যাডঃ সেলিনা আক্তার পিয়া, সরদার জাকির হোসেন, জামিল খান, হাজী সাইফুল ইসলাম খাঁন, এসএম ফরিদ রানা, মাহফুজুর রহমান সোহাগ, ইমরান হোসেন, রাফেল হোসেন বাবু, নাজনীন নাহার বিঊটি, ফারহানা হক ববি, নাসিমা খান কাজল, এ্যাডঃ শিউলী, এ্যাডঃ লাকী, ফাতেমা মিতা, দিপ্তী বিশ^াস, এ্যাডঃ ফাল্গুনী মিতা, মাজেদা বেলাল, হাসিনা চৌধুরী, রেখা আহসান, আফরোজা হক, নাজমুন নাহার ফারুক, আফরোজা যুথী, কহিনূর বেগম, মেহজাবিন, লোপা, জেসমিন, কাকলী, নাজমা, রেশমা, নীলা, নিশা, রতœা, রুনা, আইরিন, নাহার, নাদিরা, বিউটি, শিউলী, সুমাইয়া, মিম, রাশি প্রমূখ। সভা পূর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।