January 21, 2025
খেলাধুলা

যুব বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছে বাংলাদেশ

আগামী ১৮ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট। আসরে অংশ নিতে শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা ছাড়ে আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ দল। শনিবার (০৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকায় পৌঁছান তারা।

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে যুবা টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। আগামী ১৮ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ যাত্রা।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসাইন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ড-বাই: অমিত হাসান, এস.এম মেহেরাব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিজানুর রহমান মোহান্না, রুবেল মিয়া, আসাদুল্লাহ হিল গালিব।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *