যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ-ভারত
ক্রীড়া ডেস্ক
বৃষ্টিতে ভেসে গেল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দুই সেমি-ফাইনালই। গ্র“প পর্বের দুই সেরা দল বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে ফাইনালে।
গতকাল বৃহস্পতিবার মোরাতুয়ায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেমি-ফাইনাল ম্যাচে মাঠে গড়ায়নি বল। এক বলও খেলা হয়নি কলম্বোর পি সারা ওভালে ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার শেষ চারের আরেক ম্যাচেও।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠল বাংলাদেশ। অন্যদিকে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। শনিবার কলম্বোর পি সারা ওভালে মুখোমুখি হবে দুই দল।
গ্র“প পর্বে সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচেই জয় পায় বাংলাদেশ। আর আফগানিস্তান, পাকিস্তান ও কুয়েতকে হারিয়ে শেষ চারে ওঠে ভারত।