যুব ইউনিয়নের হাত ধোয়া কর্মসূচি পালিত
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস প্রতিরোধে বার বার হাত ধোয়ার অভ্যাস গড়তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা কমিটির উদ্যোগে আজ হাত ধোয়া কর্মসূচি শুরু হয়। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑবাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ।