যুবাদের বিশ্বজয়ে উচ্ছসিত সাকিব আল হাসান
দক্ষিণাঞ্চল ডেস্ক
চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ফাইনালে বৃষ্টি আইনে ৩ উইকেটের রোমাঞ্চকর জয় পায় আকবর আলীর দল। টাইগার যুবাদের দারুণ এ জয়ে টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন সিনিয়র টাইগার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল।
তামিম-মুশফিকের পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বজয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন দুই বছরের জন্য (এক বছর স্থগিত) ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান। ভারতকে হারানোর পরপরই নিজের অফিসিয়াল ফেসবুকে উচ্ছ্বসিত পোস্ট করেন বিশ্বের সেরা অলরাউন্ডার।
সাকিব লিখেন, ‘যুবা টাইগাররা এটা করে দেখিয়েছে! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নীল যুবাদের (ভারত) ৩ উইকেটে হারিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।’