যুবলীগের নেতৃত্বে শেখ পরশ-নিখিল
দক্ষিণাঞ্চল ডেস্ক
যার হাত দিয়ে গড়ে উঠেছিল যুবলীগ, সঙ্কটে পড়ে উদ্ধার পেতে সেই শেখ ফজলুল হক মনির ছেলেকেই বেছে নিল সংগঠনটির নেতা-কর্মীরা। ক্যাসিনো কেলেঙ্কারিতে ভাবমূর্তি সঙ্কটে থাকা যুবলীগের শনিবার অনুষ্ঠিত কংগ্রেসে শেখ ফজলে শামস পরশ বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
শেখ মনির বড় ছেলে পরশ যুবলীগ চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে সাধারণ সম্পাদক হিসেবে পাচ্ছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ মনির বড় ছেলে ৫১ বছর বয়সী পরশ এতদিন রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন নিজেকে। শিক্ষকতা নিয়েই ব্যস্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির এই সাবেক ছাত্র।
তার ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ইতোমধ্যে রাজনীতিতে এসে সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগ সমর্থক আইনজীবী সংগঠনের নেতাও হয়েছেন। পরশ-তাপসের চাচা শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে রয়েছেন। শেখ সেলিমও এক সময় যুবলীগের চেয়ারম্যান ছিলেন।
শেখ সেলিমের ভগ্নিপতি ওমর ফারুক চৌধুরীও হয়েছিলেন যুবলীগের চেয়ারম্যান। পরশের ঠিক আগেই যুবলীগের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তার ফুপা ওমর ফারুক। ওমর ফারুকের দায়িত্ব পালনের মধ্যেই বিতর্কের মধ্যে পড়তে হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় যুবলীগকে।
গত সেপ্টেম্বরে এক সভায় যুবলীগ নিয়ে শেখ হাসিনার উষ্মা প্রকাশের পর ঢাকায় ক্যাসিনো বন্ধে র্যাবের অভিযানে প্রকাশ পেতে থাকে সংগঠনটির নেতাদের নাম, গ্রেপ্তারের পর বহিষ্কৃতও হন কয়েকজন নেতা। শুরুতে অভিযান নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক; পরে নিশ্চুপ হয়ে যান তিনি। ক্যাসিনো কেলেঙ্কারিতে থাকা যুবলীগ নেতাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ আসতে থাকে তার বিরুদ্ধেও।
এক পর্যায়ে শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ওমর ফারুককে, বহিষ্কার করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটসহ দাগিদের।
সম্মেলন বা কংগ্রেসের দিন-তারিখও দিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে; তা আয়োজনের দায়িত্ব দেওয়া হয় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে। তবে তার সঙ্গে রাখা হয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে।
সম্মেলন প্রস্তুতির জন্য যুবলীগের যে কমিটি হয়েছিল, তাতে আকস্মিকভাবে পরশের যুক্ত হওয়া আলোচনার কেন্দ্রে নিয়ে আসে তাকে। ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার যুবলীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ।
ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার যুবলীগের কাউন্সিল অধিবেশনে সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনের প্রস্তুতি দেখতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার যখন সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন, তখন তার সঙ্গে পরশও ছিলেন। এরপর সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির বৈঠকে যোগ দিতে বঙ্গবন্ধু এভিনিউয়ের কার্যালয়ে তিনি গেলে কর্মীরা করতালি দিয়ে ‘পরবর্তী চেয়ারম্যান’ হিসেবে তাকে শুভেচ্ছা জানান।
আওয়ামী লীগের এক নেতা বলেন, এতদিন ধরে রাজনীতিবিমুখ পরশ তার ফুপু শেখ হাসিনার নির্দেশেই রাজনীতিতে নামছেন। সৎ ও মেধাবী নেতৃত্ব তুলে আনার অংশ হিসেবেই পরশের মতো একজনকে রাজনীতিতে আনা শেখ হাসিনার নিজস্ব চিন্তার ফসল।
পঁচাত্তর ট্রাজেডিতে বাবা-মাকে হারানো পরশ-তাপসের বেড়ে ওঠা চাচাদের সঙ্গে। পরশ ধানমন্ডি সরকারি বালক বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজের থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রের কলোরাডো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়ার পর দেশে ফিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে আসছিলেন তিনি।
রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতির মাঠে দেখা যেত না পরশকে। এমনকি ছোট ভাই তাপসের নির্বাচনী প্রচারেও তাকে খুব-একটা নামতে দেখা যায়নি। কিন্তু এবার ফুপুর নির্দেশ উপেক্ষা করতে না পেরে বাবার গড়া সংগঠনের দায়িত্ব নিতে হল তাকে।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর যুবকদের সংগঠিত করার লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গড়ে তুলেছিলেন ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ’। তিনি সংগঠনটির দায়িত্ব দেন নিজের ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ মনিকে।
দুই বছরের মাথায় কংগ্রেসে শেখ মনিই যুবলীগের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৫ সালে শেখ মনি নিহত হওয়ার পর ১৯৭৮ সালে যুবলীগের পুনর্জাগরণে সংগঠনটির চেয়ারম্যান হন আমির হোসেন আমু।
এরপর তৃতীয় কংগ্রেসে মোস্তফা মহসিন মন্টু, চতুর্থ কংগ্রেসে শেখ ফজলুল করিম সেলিম, পঞ্চম কংগ্রেসে জাহাঙ্গীর কবির নানক যুবলীগের চেয়ারম্যান হন। ২০১২ সালে ষষ্ঠ কংগ্রেসে চেয়ারম্যানের দায়িত্ব পান ওমর ফারুক।
চেয়ারম্যানের পদ থেকে তার অস্বাভাবিক বিদায়ের পর নতৃন নেতৃত্ব গঠনে আয়োজিত কংগ্রেসের প্রথম অধিবেশন শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠানের পর বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন, যাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাউন্সিলের নেতৃত্ব নির্বাচনের অধিবেশনে কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চয়ন ইসলাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করেন। তখন বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তা সমর্থন করেন।
আর কোনো নামের প্রস্তাব না ওঠায় পরশের বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর তিনি নতুন সাধারণ সম্পাদক হিসেবে নিখিলের নামও ঘোষণা করেন।