January 21, 2025
আন্তর্জাতিককরোনা

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে রেকর্ড মৃত্যু, কমেছে স্পেনে

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে একদিনের আগের সব রেকর্ড। এরই মাঝে যুক্তরাজ্যে আক্রান্ত পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শেষ ২৪ ঘণ্টায় পাওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এক হাজার ৩২৮ জন। অন্যদিকে যুক্তরাজ্যে করোনায় মারা গেছে ৭০৮ জন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে আট হাজার। আর তিন হাজার ৫৬৫ জন মারা গেছে শুধু নিউ ইয়র্ক থেকেই। সর্বশেষ এক দিনে দেশটিতে এক হাজার ৩২৮ জনের মধ্যে নিউ ইয়র্কেরই ৬৩০ জন। অঙ্গরাজ্যটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় এক লাখ ১৩ হাজার যা পুরো ইতালির আক্রান্তের প্রায় সমান।

তবে পরিস্থিতি আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আরও খারাপ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।

অন্যদিকে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৩১৩ জন হয়েছে।

তবে পরপর টানা দুই দিন নিহতের সংখ্যা কমেছে ইউরোপের দ্বিতীয় সর্বাধিক আক্রান্ত দেশ স্পেনে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই সংখ্যা ৯৬১ জন থেকে কমে শুক্রবার (৩ এপ্রিল) ৮৫০ আর শনিবার (৪ এপ্রিল) সেই সংখ্যা আরও কমে ৮০৯ জনে এসেছে।

এখন পর্যন্ত বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৬৫০ জনের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *