January 19, 2025
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন রুশ রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্র থেকে মস্কোয় ফিরেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আনতোনোভ। সম্প্রতি এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের জন্য তাকে মূল্য দিতে হবে বলে অভিযোগ তোলেন জো বাইডেন। এর পরপরই যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আনতোনোভকে মস্কোতে ডেকে পাঠানো হয়। তাস নিউজ এজেন্সি।

তিনি মস্কোয় রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে বুধবার এক বিবৃতিতে জানিয়েছিল যে তারা তাদের দূতকে নিজেদের দেশে ডেকে পাঠিয়েছে।

পুতিনের বিষয়ে সম্প্রতি জো বাইডেনের বিস্ফোরক মন্তব্যের পরই এমন পদক্ষেপ নেয়া হলো। যদিও রাশিয়া তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে।

ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছে। ওই ছবিতে দেখা গেছে, রোববার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করছেন আনাতোলি।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার দূত আনাতোলি মস্কোর উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার জন্য আলোচনায় অংশ নেবেন। রোববার সকালেই আনাতোলিকে বহনকারী বিমানটি মস্কোর শেরেমতিয়েভো বিমানবন্দরে অবতরণ করেছে।

সম্প্রতি মার্কিন এক গোয়েন্দা প্রতিবেদন নিয়ে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ১৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তপেক্ষপের অভিযোগ তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এর জন্য মূল্য দিতে হবে।

এর আগে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও রাশিয়ার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল। কিন্তু বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। এমনকি এবারের মার্কিন প্রতিবেদনও তারা অস্বীকার করেছে।

এবিসি নিউজের জর্জ স্টিফেনোপোলাসের কাছে দেয়া সাক্ষাতকারে বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, তাকে মূল্য দিতে হবে। তিনি জানান, পুতিনের সঙ্গে তার দীর্ঘ সময় কথা হয়েছে। সে সময় তিনি বলেছেন, ‘আপনি (পুতিন) আমাকে চেনেন এবং আমিও আপনাকে চিনি। এমন কিছু ঘটেছে সেটা যদি নিশ্চিত হই তবে এর জন্য প্রস্তুত থাকবেন।’

এর আগে ২০১৮ সালের মার্চে রাশিয়ার সাবেক গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ে সালিমবুরিকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া রুশ সরকারের বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকেও সম্প্রতি বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। এসব ঘটনা পুতিনের নির্দেশে হয়েছে বলে অভিযোগ উঠলেও বার বারই তা অস্বীকার করে আসছে মস্কো।

বাইডেন কি বিশ্বাস করেন যে পুতিন একজন খুনি? এসব প্রসঙ্গ তুলে জানতে চাওয়া হলে বাইডেন বলেন, ‘আমি বিশ্বাস করি তিনি একজন খুনি।’ তার এমন বক্তব্যের পর ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত আনাতোলিকে ডেকে পাঠানো হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *