যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়াল
যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ানোর মাত্র ১৫ দিন আগে এ সংখ্যা ছিল ৩০ লাখ।
জনস হপকিন্সের তথ্যের ওপর ভিত্তি করে সরকারি হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২১ হাজার ৫৩ জন। এর মধ্যে এ পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৯৬৭ জনের মৃত্যু হয়েছে।
গত বুধবার একদিনে প্রায় ৫৯৬০০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়।