যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত একই পরিবারের ২ সদস্য
দক্ষিণাঞ্চল ডেস্ক
যুক্তরাজ্যে প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের দুই সদস্য। এর মাধ্যমে দেশটিতে প্রথমবারের মতো ভাইরাসটিতে আক্রান্ত রোগী সনাক্ত করা হলো। গতকাল শুক্রবার দেশটির ইংল্যান্ড অঞ্চলের চিফ মেডিক্যাল অফিসার ক্রিস উইটি এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি জানান, আক্রান্ত রোগীদের ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্রিস উইটি বিবৃতিতে জানান, ভাইরাসটি যাতে আর ছড়িয়ে না পড়ে, সেজন্য তারা চেষ্টা করছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে সংক্রমণ হওয়া এ ভাইরাসটি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশে। চীনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২১৩ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসটির মোকাবিলায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সুইজারল্যান্ডের জেনেভায় ‘হু’র মহাপরিচালক অ্যাডানোম গ্রেবিয়াসিস এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এর আগে অবশ্য ভাইরাসটির মহামারির পরিপ্রেক্ষিতে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করতে অস্বীকার করেছিল সংস্থাটি।