November 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

‘যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তাদের এদেশে রাজনীতির অধিকার নেই’

কেইউজে’র আলোচনা সভায় ইকবাল সোবহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। তিনি বলেন, জাতির কপালের কলঙ্ক মুছে ফেলার জন্যই বঙ্গবন্ধু লড়াই-সংগ্রাম করতেন। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তাদের এদেশে রাজনীতি বা থাকার কোন অধিকার নেই।
প্রধান অতিথি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আদালতে একজন সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামি হয়ে তিনি লন্ডনে থেকে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বিরোধিতা করছেন। তাই সাজপ্রাপ্ত এ আসামির সাজাভোগ করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে জোর দাবি জানান তিনি।
রবিবার সকাল সাড়ে ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রেস ক্লাব চত্বরে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত জাতির জনকের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব ওমর ফারুক, কোষাধ্যক্ষ দীপ আজাদ। ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট এবং যুগ্ম-সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচির যৌথ পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক নেতা বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম জাহিদ হোসেন, শেখ আবু হাসান, অমিয় কান্তি পাল, এস এম ফরিদ রানা, মোঃ শাহ আলম, মহেন্দ্রনাথ সেন, অভিজিৎ পাল, রকিব উদ্দিন পান্নু, আসাদুজ্জামান রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক আহমেদ, মল্লিক সুধাংশু, মামুন রেজা, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবির, নূর হাসান জনি, আনোয়ারুল ইসলাম কাজল, আল মাহমুদ প্রিন্স, সুনীল দাস, মোহাম্মাদ আলী সনি, এস এম কামাল হোসেন, বাবুল আক্তার, তিতাস চক্রবর্তী, আবু নুরাইন খন্দকার, আলমগীর হান্নান, শরিফুল ইসলাম বনি, হাসান আল মামুন, আবু সাঈদ, শেখ লিয়াকাত হোসেন, আমজাদ আলী লিটন, জাহাঙ্গীর আলম, শেখ আব্দুল হামিদ, মিলন হোসেন, দিলীপ বর্মন, উত্তম সরকার, সাইদা আক্তার রিনি, আসাফুর রহমান কাজল, কামরুল আহসান, রিতা রানী মন্ডল, দিলীপ পাল, পলাশ দত্ত, এস এম বাহাউদ্দিন, আব্দুস সাত্তার, এমএম মিন্টু, হাসানুর রহমান তানজির, সাগর সরকার, হেলাল মোল্লা, তুফান গাইন, রফিকুল ইসলাম, সাংবাদিক শেখ সেলিম, আমিরুল ইসলাম বাবু, মাহফুজুল আলম সুমন, শহিদুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *