যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম
কৃষক লীগের পরিচিতি সভায় বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ দেশের গণমানুষের জন্য রাজনীতি করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ^াস করে না, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। সেই সাথে যারা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ^াস করে না, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে তাদের কোন স্থান নেই।
তিনি বলেন, সহযোগী সংগঠনগুলোই আওয়ামী লীগের মূল শক্তি। সেই সহযোগী সংগঠনের মধ্যে কৃষক লীগ অন্যতম। এই কৃষক লীগ শক্তিশালী হলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে কৃষক লীগকে আরো শক্তিশালী করতে হবে।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নগর কৃষক লীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, কৃষক লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান।
নগর কৃষক লীগের আহŸায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকউজ্জামান অশোক, নগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এবিএম আদেল মুকুল, মহানগর কৃষক লীগ নেতা মো. রেজওয়ান আকুঞ্জি রাজা, মো. আবু নাইম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাচিপের সাবেক সাধারণ সম্পাদক ডা. মাহফুজুল হক, নগর কৃষক লীগ নেতা মো. মোন্তাকিম লালু, মো. শহিদুল হাসান, মো. আইউব আলী, কানাই রায়, মো. আলমগীর মল্লিক, হেলালুর রহমান রিমন, মনিরুল ইসলাম গাজী, শেখ আবু বক্কর সিদ্দিকী বাবুল, অনিক রায়, শেখ আকরাম হোসেন, শেখ তানভির হোসেন সুজন, মো. রোকনুজ্জামান রিপন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক দেব নারায়ণ দাস, ওয়ার্ড কৃষক লীগ নেতা বাবুল হোসেন, মাহবুবুর রহমান নাজিম, বিশ্বনাথ দে বিষু, মো: শহিদুল ইসলাম, নজরুল মাষ্টার, শাইকুল আলম হীরা, আমিনুল ইসলাম টিটো, আবু হাসান, মোঃ শহিদুল ইসলাম ধলু, সাফায়াত হোসেন মামুন, অলোক বৈরাগী, মো: শহিদুল ইসলাম, শেখ নিজাম উদ্দিন, মো. রফিক, সিবগাতুল্লাহ দিপ্রসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিচিতি সভায় মোকতার হোসেনকে আহŸায়ক ও মোঃ শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের ৮নং ওয়ার্ড কৃষক লীগের আহŸায়ক কমিটি গঠন করা হয়।