যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশের মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ কনস্টেবল নূর মোহাম্মদের (৩৬) বাড়ি নীলফামারী সদর উপজেলার বাগমাড়ী মোলাপাড়ায়। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে জনপথ মোড়ে দুর্ঘটনায় পড়েন নূর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, জনপথ মোড়ের আলম রেস্তোরাঁর সামনে একটি ট্রাক নূরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন নুর মোহাম্মদ। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পরিদর্শক বাচ্চু।