December 22, 2024
জাতীয়

যাত্রাবাড়ীতে বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় আটক ৩

রাজধানীর যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক তিনজন হলো- নয়ন (১৭), অনিক (১৬) ও জিহাদ (১৬)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইমন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ওই তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

নিহত ইমনের বাবা আবু বকর বাংলানিউজকে জানান, ময়নাতদন্ত শেষে রাজধানীর মাতুয়াইলের একটি কবরস্থানে ইমনকে দাফন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পোশাক শ্রমিক ইমন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *