যাগিপোলে গ্রীলের তালা ভেঙ্গে চার লক্ষ টাকার মালামাল চুরি
খানজাহান আলী থানা প্রতিনিধি
যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি নেতা আঃ হাই রুমি শিকদারের বাড়ীর বারান্দার গ্রীলের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের দরজার হ্যাজবোল্ড কেটে স্বর্ণলঙ্গা, ল্যাপটপ, টিসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
রুমি শিকদারের স্ত্রী মুক্তা বেগম জানান, তিনি এবং তার স্বামী সহ বাড়ীতে কেহ না থাকায় এই সুযোগে সংঘবন্ধ চোর শুক্রবার রাতের যে কোন সময় ঘরের গ্রীলের তালা ভেঙ্গে এবং ঘরের দরজার হ্যাজবোল্ড কেটে ঘরে ঢুকে টিভি, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৪/৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর থানায় মামলার প্রস্তুতি চলছিলো।