January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ২ গ্রুপের সংঘর্ষ, খুলনার পারভেজসহ নিহত ৩

দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোর শিশু উন্নয়নকেন্দ্রে ‘বন্দি কিশোর অপরাধীদের’ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার যশোর শহরতলীর পুলেরহাটে অবস্থিত ওই কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলো, খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮), বগুড়া জেলার শেরপুর থানার মহিপুর গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন এবং রবিউল গ্রুপের বগুড়া জেলার শিবগঞ্জ থানার তালিপপুর পূর্বপাড়ার নানু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন (১৭)।
কিশোর উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মুশফিকুর রহমান জানান, কয়েকদিন আগে কিশোর উন্নয়ন কেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনার জের ধরে এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষ শুরু হয়। বাঁশ, লাঠি-সোটা এবং পরিত্যক্ত জিনিসপত্র নিয়ে দুটি গ্রুপের কিশোর বন্দিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেধড়ক মারপিটে দু’পক্ষের ওই ৩ জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শিশু উন্নয়নকেন্দ্রের অভ্যন্তরে পাভেল গ্রুপ ও রবিউল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে। তবে এ ঘটনায় তদন্ত চলছে। নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর আগে, ২০১৪ সালে আকাশ (১২) নামে এক শিশুকে শ্বাসরোধ ও গলাকেটে হত্যার ঘটনা ঘটে। এছাড়াও ২০০৭ সালে সুজন নামে এক কিশোর খুন হয়। এছাড়াও বিভিন্ন সময়ে অসংখ্য বন্দি পালানোর নজির রয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *