যশোর শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন
দ: প্রতিবেদক : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনার সরকারি জয়বাংলা কলেজের অধ্যক্ষ মোল্লা আমীর হোসেন। তিনি ইতিহাসের অধ্যাপক। এ বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যশোর শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন বিদায়ী চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন। আব্দুল আলীমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁর চাকরি আছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
জানা গেছে, অধ্যাপক মোল্লা আমির হোসেন এর আগে যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে ছিলেন। তিনি মূলত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষক।