যশোর বোর্ড অভিভাবকের মোবাইলে পৌঁছে দেবে ফলাফল
দক্ষিণাঞ্চল ডেস্ক
করোনায় জনসমাগম এড়াতে সরাসরি অভিভাবকের মোবাইলে এসএসসি পরীক্ষার ফলাফল পৌঁছে দেবে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে বোর্ডের আওয়াতাধীন ১০ জেলার প্রায় ১ লাখ ৬২ হাজার এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা বাড়িতে বসে বিনা খরচে মোবাইলে এ ফলাফল পাবেন। এ লক্ষে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে অভিভাবকদের মোবাইল নম্বর সংগ্রহ শুরু করেছে শিক্ষাবোর্ড।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমির হোসেন বলেন, করোনা সংক্রমণের এই উদ্ভট পরিস্থিতির মধ্যেও এসএসসি ফলাফল প্রস্তুতির কাজ এগিয়ে যাচ্ছে। তবে, সরকার অনুমতি সাপেক্ষে ফলাফল প্রকাশের দিন সব ধরনের জনসমাগম এড়াতে এ পদক্ষেপ নিয়েছি।
বোর্ড চেয়ারম্যান আরও বলেন, আগে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর ম্যাসেজ করে পাঠানোর পরে সময় সাপেক্ষে ফলাফল পাওয়া যেত। তবে একসঙ্গে সারাদেশে ম্যাসেজের চাপে নেটওয়ার্কে বিঘœ ঘটতো। এতে বাধ্য হয়েই পরীক্ষার্থী কিংবা অভিভাবকরা সংশ্লিষ্ট বিদ্যালয়ে ভিড় করতেন। তবে দেশের এই পরিস্থিতিতে আগাম সতর্কতার অংশ হিসেবেই আমরা এ পদক্ষেপ নিয়েছি। তবে নতুন এ প্রক্রিয়ায় আমরা একই সময়ে লক্ষাধিক পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করতে পারবো। এতে পরীক্ষার্থীরা বাড়িতে বসে কোনো ঝামেলা ছাড়াই বিনা খরচে ফলাফল পাবে। তবে, এই প্রক্রিয়ার বাইরেও আগের মতো বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ফলাফল নিতে পারবে।
বিদ্যালয় বন্ধের মধ্যে মোবাইল নম্বর পাওয়া কষ্টের কিনা জানতে চাইলে বোর্ড চেয়ারম্যান বলেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মতামত চেয়ে আমি কথা বললে তারা জানায়, বর্তমান যুগে অধিকাংশ ছাত্র ও অভিভাবকদের মোবাইল নম্বর বিদ্যালয়ে রাখা হয়। আর যাদের নম্বর নেই সেগুলো সংগ্রহ করে দেওয়া খুব বেশি কষ্টের ব্যাপার নই।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, বোর্ড চেয়ারম্যান মহোদয়ের উদ্ভাবিত পদ্ধতিতে ফলাফল প্রকাশের লক্ষে ইতোমধ্যে আমরা অভিভাবকদের মোবাইল নম্বর সংগ্রহ করতে সংশ্লিষ্ট ২ হাজার ৫২১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ডিজিটাল মাধ্যমে চিঠি পাঠিয়েছি। আগামী ৩০ এপ্রিলের মধ্যে বোর্ডেও ওয়েবসাইটে ঢুকে মোবাইল নম্বর পাঠানোর অনুরোধ জানিয়েছি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠান প্রধানরা যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকে বামপাশের মেন্যুতে ক্লিক করবেন। এরপর দিয়ে লগ ইন করবেন। এরপর ২০২০ মেন্যুতে ক্লিক করে মোবাইল নম্বর এন্ট্রি করবেন।