যশোরে ৩০টি সোনার বার উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরে দুই যুবকের কাছ থেকে ৩০টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে বেনাপোলের বড়আচড়া ভাংগার মোড়ে অভিযান চালিয়ে উদ্ধার করা সোনা ভারতে পাচার করা হচ্ছিল বলে বিজিবি জানাচ্ছে। আটক ইকবাল হোসেন (৩৪) বেনাপোলের বড়আঁচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং ওমর ফারুক (২৮) ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সেলিম রেজা বলেন, স্বর্ণ পাচারের খবর পেয়ে বিজিবির টহল দল সন্দেহভাজন হিসেবে ইকবাল ও ওমরকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক ৩.৪৯৮ কেজি ১৩টি সোনার বারের বাজার দাম দুই কোটি টাকার বেশি বলে জানিয়েছেন তিনি। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।