যশোরে ১১ কেজি সোনার বারসহ আটক ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য ঢাকা থেকে আনা প্রায় ১১ কেজি ওজনের ৯৪টি সোনার বার উদ্ধার এবং তিনজনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোরে যশোর বেনাপোল মহাসড়কের সদরের নতুনহাট ইটভাটা সংলগ্ন এলাকা থেকে এসব সোনার বার এবং প্রাইভেটকারসহ তিনজনকে আটক করেছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিজিবি।
আটকরা হচ্ছেন-যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৮) ও কুমিল্লার দাউদকান্দি থানার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ঢাকা থেকে আনা সোনা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের গোপন খবর পেয়ে একটি টহল দল একটি প্রাইভেটকার তল্লাশি করে ওই তিনজনকে আটক করে। সেখানে ৯৪টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক বারের ওজন ১০ দশমিক ৯৩৫ কেজি। যার বাজার মূল্য ছয় কোটি ষাট লাখ টাকা।