December 23, 2024
জাতীয়

যশোরে হাতবোমা বিস্ফোরণে যুবক আহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরে হাতবোমা বিস্ফোরণে আসিফ হোসেন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। আসিফ আশ্রম রোড এলাকার আলী হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত একরাম হোসেন নামে আরেক যুবককে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, পেশায় কাঁচা তরকারির ব্যবসায়ী আসিফ দুপুরে ছাগলের জন্য খাবার জোগাড় করতে স্থানীয় সাহেব বাবুর মাঠে ঘাস কাটতে যায়। পরে ঘাস কাটতে কাটতে কাঁচির আঘাতে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

তবে ভিন্ন কথা বলেছেন যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক নাহিয়ান। তিনি বলেন, মাঠে বোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে আসিফ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একরাম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। একরামসহ চার-পাঁচজন মিলে বোমা তৈরি করার কথা স্বীকার করেছেন। একরাম রায়পাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *