যশোরে শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরে শিশু ধর্ষণের ১৬ বছর আগের একটি মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা এ রায় দেন। দণ্ডিত হাসান আলী অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের হায়দার আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এম ইদ্রিস আলী জানান, ২০০২ সালের ২৪ জুন সন্ধ্যায় বাড়িতে ওই শিশু খেলা করছিল। এ সময় প্রতিবেশী হাসান আলী শিশুটিকে টিভি দেখার কথা বলে তার ঘরে ডেকে নিয়ে মুখে গামছা ঢুকিয়ে দিয়ে ধর্ষণ করে।
ইদ্রিস আলী জানান, এ সময় অসুস্থ হওয়া শিশুটি বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। মেয়ের চিকিৎসা শেষে ওই বছরের ৮ জুলাই শিশুটির বাবা বাদী হয়ে হাসান আলীকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোসাদ্দেক আলী খান ওই বছরের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন।