যশোরে রাকিব হত্যায় জড়িত কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
দ. প্রতিবেদক
যশোর থেকে চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব। এরা সবাই সবুজ ভাই কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত কিশোর গ্যাং এর সদস্যরা হলেন মোঃ মানিক (২০), মোঃ আজিজুল হোসেন ওরফে হিটার আজিজ (২২), মোঃ বাধন ১৯), মোঃ ইমন শেখ ওরফে শুটার ইমন (২১), অনিন্দ্র রায়েক দেবা (২০), মোঃ ইসমীর (১৯), মোঃ তরিকুল ইসলাম (১৯), মোঃ সোহাগ মুন্সি (২০), মোঃ ইশান হোসেন (১৮)। তাদের কাছ থেকে হত্যাকাÐে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদেরকে যশোরের কোতয়ালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধান রয়েছে।
যশোরে গত ১৭ ডিসেম্বর ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে রাকিব (২৮) নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। গতকাল বৃহস্পতিবার র্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন সিপিসি ৩ যশোরের কমান্ডার লেঃ নাজিউর রহমান।
নাজিউর রহমান আরও জানান, এরা সবাই সবুজ ভাই নামক কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। এরা দিনের বেলায় বিভিন্ন গ্যারেজ ও দোকানে কাজ করে। আর সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে মাদকের আসর বসায়। এলাকায় আধিপত্য বিস্তারে বড় ভাইদের ছত্রছায়ায় মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাÐের সাথে জড়িত।