December 21, 2024
জাতীয়

যশোরে বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরে গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে দশ ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেশবপুর উপজেলার বেগারিতলায় সর্দারবাড়ি নার্সারির সামনে বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান।

নিহত নুরুল হক কেরু (৪৭) মণিরামপুর উপজেলার ভোজগাতি গ্রামের মাজেদ গাজী বক্সের ছেলে। পুলিশ বলছে, নুরুল হক একজন ‘চিহ্নিত ডাকাত’। তার বিরুদ্ধে দশটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সে।

ওসি বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কেশবপুর উপজেলার চিংড়াখালি এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের সময় নুরুলকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে নুরুল তার সহযোগী ও অস্ত্রের তথ্য দেন।

এরপর পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযানে যায়।এ সময় নুরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে আত্মরাক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এক পর্যায়ে নুরুলের লাশ পড়ে থাকতে দেখা যায়। এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *