December 22, 2024
জাতীয়

যশোরে প্রকাশ্যে আনসার সদস্যকে গুলি করে হত্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক

যশোরে প্রকাশ্যে গুলি করে এক আনসার বাহিনীর সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলার সদরের হাশিমপুর বাজারে এক চায়ের দোকানের সামনে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই এ মৃত্যু ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত হোসেন আলী তরফদার (৫৫) হাশিমপুর গ্রামের তরফদারপাড়ার আরশাদ আলী তরফদারের ছেলে।

ঘটনাস্থল পরিদর্শন করে যশোরের পুলিশ সুপার মঈনুল বলেন, আনসার বাহিনীর বিশেষ সদস্য হোসেন আলী তরফদারের খুনিরা বাজারের আশেপাশেই ছিল। তিনি আসার পর তাকে হত্যা করে স্থানীয় লোকজনের মধ্যে মিশে খুনিরা পালিয়ে যায়। পূর্ব শত্রুতার কারণে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হোসেন আলী তরফদার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। ওই সময় কয়েকজন তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় ও বুকের বামপাশে গুলি লেগেছে বলে তারা জানান।

নিহতের বোন শরীফা বেগম ও মেয়ে জুলি জানান, ঢাকার মীরপুরে আনসার বাহিনীতে কর্মরত হোসেন আলী তিনদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন। শনিবার সকালে যশোর সদরের ভেকুটিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি বলে জানান নিহতের আত্মীয়রা।

এক সময়ের চরমপন্থি দলের সদস্য হোসেন আলী তরফদার ১৯৯৯ সালে সরকারের সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন বলে স্থানীয়রা জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *