যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ২
যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ হাফিজুর রহমান (৩৪) ও রুহুল আমিন (৩৫) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার ভোরে সীমান্তবর্তী শুড়া পালপাড়া গ্রাম থেকে হাফিজুর রহমানকে আটক করে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। সে যশোর কোতোয়ালি থানাধীন চাঁচড়া হঠাৎ পাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে গাঁজার একটি চালান এনে পাচারকারীরা সীমান্তবর্তী শুড়া পালপাড়া গ্রামে অবস্থান করছে বলে গোপনে খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১৫ কেজি গাঁজাসহ হাফিজুর রহমানকে আটক করা হয়।
এ ব্যাপারে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের (এএসআই) জমির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে, যশোরের শার্শা থেকে ৪৫০ বোতল ফেনসিডিলসহ রুহুল আমিন নামে এক যুবককে আটক করে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শার কামারবাড়ি মোড় থেকে রুহুল আমিনকে কাভার্ড ভ্যানে থাকা ৪৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
শার্শা থানার ওসি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রুহুল আমিনসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য শার্শা থানায় প্রেরণ করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা হবে বলেও তিনি জানান।