যশোরে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৪৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, শনিবার ভোরে উপজেলার শালকোনা এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি কর্মকর্তা নজরুল বলেন, ভারত থেকে ১০-১৫ জন চোরাকারবারির দল মাদকের চালান নিয়ে আসছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। বিজিবির ধাওয়া খেয়ে তারা কয়েকটি বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। বস্তার ভেতরে ১৪৮২ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। সব মাদক বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।