যশোরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরে ট্রাকের ধাক্কায় আলাউদ্দিন বিশ্বাস (৫৫) নামে একজন চাকরিজীবী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন সদর উপজেলার রামনগর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে।
নিহতের ভাই মুস্তাফিজুর রহমান বলেন, তার ভাই আলাউদ্দিন অভয়নগরে একটি সার কোম্পানিতে চাকরি করতেন। সকালে তিনি কানাইতলায় দাঁড়িয়েছিলেন। এ সময় মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার অমীয় দাশ বলেন, হাসপাতালে আনার আগেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।