যশোরে চোর সন্দেহে পিটিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের ঝিকরগাছা উপজেলায় গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে মেরেছে এলাকাবাসী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। উপজেলার চন্দ্রপুর গ্রাম থেকে বৃহস্পতিবার ভোরে ইলিয়াস হোসেন নামে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
ইলিয়াস (৩৫) ঝিকরগাছার কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। আহত আব্দুল (৩০) ওই উপজেলার মল্লিকপুর গ্রামের কালু মিয়ার ছেলে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম বলেন, বুধবার রাত দেড়টার দিকে চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর গোয়ালের তিনটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ইলিয়াস ও আব্দুল। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া করে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়।