যশোরে খামারে আড্ডা দিতে নিষেধ করায় গুলি করে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরে মাছের খামারে ‘আড্ডা দিতে নিষেধ করায়’ এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইমরোজ মিয়া (৩২) সদর উপজেলার চাচড়া ইউনিয়নের ভাতুড়িয়া কালাবাঘা গ্রামের নূর ইসলামের ছেলে।
নূর ইসলাম অভিযোগ করেন, বুধবার বেলা ১টার দিকে এলাকাবার কয়েকজন যুবক এক তরুণীকে নিয়ে ইমরোজের খামারে আড্ডা দিতে যান। ইমরোজ বাধা দিলে কথাকাটাকাটির একপর্যায়ে তারা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে অস্ত্রোপচারকালে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড বলেন, ইমরোজের বুকের বাম পাশে গুলি লেগেছিল। গুলিতে তার লাং ারটো হয়ে গেছে। গুলি বের করার জন্য অস্ত্রোপচারের সময় তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের খবর পেয়ে জেলার পুলিশ সুপার মঈনুল হক হাসপাতালে গেলেও এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।