January 22, 2025
জাতীয়

যমুনায় নৌকা ডুবে নারীর মৃত্যু পুলিশ কনস্টেবলসহ নিখোঁজ ২

দক্ষিণাঞ্চল ডেস্ক

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন পুলিশসহ আরও দুইজন। গতকাল বুধবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম সিন্নার চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত রেনু বেগম (৫৫) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাসিন্দা। নিখোঁজরা হলেন রেনু বেগমের স্বামী জাবেদ তরফদার ও সারিয়াকান্দির বাসিন্দা পুলিশ কনস্টেবল বেলাল হোসেন।

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, জামালপুরের সরিষাবাড়ি থেকে বিয়ের বরযাত্রী ও অন্যান্য যাত্রী নিয়ে একটি নৌকা কাজিপুরের খাসরাজবাড়ি নৌকাঘাটে যাচ্ছিল। হঠাৎ ঝড়ের কবলে পড়ে নৌকাটি সিন্নার চর এলাকায় পানির প্রবল স্রোতে ডুবে যায়। এ সময় তিনজন যাত্রী নিখোঁজ হয়। পরে স্থানীয়রা রেনু বেগমের মরদেহ উদ্ধার করে।

ইউএনও বলেন, নিখোঁজ দুইজনকে উদ্ধারে রংপুরের ডুবুরি দলকে সংবাদ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী জানান, নদীতে নিখোঁজ বেলাল হোসেন ময়মনসিংহ ডিআইজির ডাক বাংলোতে কর্মরত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *