July 2, 2025
করোনাজাতীয়

যবিপ্রবি ল্যাবে আরও ২৭ করোনা রোগী শনাক্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) সকালে জীনোম সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে। আক্রান্তদের মধ্যে যশোরে ১৪ জন, ঝিনাইদহে ৮, নড়াইলে ৩ ও মাগুরা জেলার ২ জন রয়েছেন।

যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জীনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ বাংলানিউজকে বলেন, ল্যাবে সর্বশেষ যশোরের ৪২টি, ঝিনাইদহের ১৫টি, নড়াইলের ৪টি, মাগুরার ৫টি মিলে সর্বমোট ৬৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৭টিতে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে একদিনের ব্যবধানে যশোর জেলায় ১৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। এর মধ্যে তিন জন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *